Tuesday, March 25, 2025
দেশ

লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন না সঞ্জয় দত্ত

মুম্বাই: কানাঘুঁষো শোনা যাচ্ছিল আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন অভিনেতা সঞ্জয় দত্ত। শুধু তাই নয়, আসন্ন লোকসভা ভোটে তিনি গাজিয়াবাদ থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন, এমনটাও শোনা গিয়েছিল। কিন্তু টুইট করে সমস্তই গুজব বলে অস্বীকার করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত।

সূত্রের খবর, অভিনেতা সঞ্জয় তাঁর বাবা কংগ্রেসের সংসদ সদস্য প্রয়াত সুনীল দত্তের পদচিহ্ন অনুসরণ করেই গাজিয়াবাদ  থেকে প্রতিযোগিতায় অংশ নেবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু টুইটারে তিনি যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন।

সঞ্জয় দত্ত টুইটারে জানিয়েছেন, লোকসভা নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বিতা করা সম্পর্কে যে গুজব শোনা যাচ্ছে তা সত্য নয়। তিনি আরও জানিয়েছেন, সাধারণ নির্বাচনে তাঁর বোন কংগ্রেসের সাংসদ প্রিয়া দত্তকে সমর্থন করবেন তিনি।

সঞ্জয় দত্ত টুইটে লেখেন, আমি আমার বোন প্রিয়া দত্তকে পূর্ণ সমর্থনের মাধ্যমেই দেশের সমর্থন করছি। আমি প্রত্যেককে অনুরোধ করছি, সকলেই নিজের ভোটাধিকার প্রয়োগ করুন নিজের দেশের স্বার্থে। প্রসঙ্গত, সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত দীর্ঘকালযাবৎ জাতীয় কংগ্রেস দলের সক্রিয় সদস্য ছিলেন।