Thursday, September 19, 2024
দেশ

এবার একসঙ্গে ৭টি বিদেশি স্যাটেলাইট মহাকাশে পাঠালো ইসরো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চন্দ্রযান ৩ এর পরে এবার ফের নজির গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। একসঙ্গে ৭ টি বিদেশি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করলো ইসরো।

রবিবার সকাল ৬ টা ৩৪ মিনিটে PSLV-C56 রকেট মোট ৭ টি স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে পাড়ি দেয় মহাকাশে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।

এই অভিযানটি ইসরোর তৃতীয় বাণিজ্যিক মিশন। শুধু তাই নয়, এই মিশন সাফল্য পেলে ১৯৯৯ থেকে এখনও পর্যন্ত মোট ৪৩১টি বিদেশি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর মাইলফলক ছুঁয়ে ফেলবে ইসরো।