Thursday, September 19, 2024
দেশ

প্রাচীন ভারতের ১০০টি পুরনো শিল্পকর্ম ফিরিয়ে দিল আমেরিকা, ধন্যবাদ জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের থেকে চুরি যাওয়া ১০০ টিরও বেশি দুর্লভ এবং প্রাচীন নিদর্শন ভারতে ফিরিয়ে দিয়েছে আমেরিকা। এর জন্য রবিবার মার্কিন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘মন কি বাত’-এর ১০৩তম পর্বে মোদী বলেন, “কয়েক দিন আগে, সোশ্যাল মিডিয়া এই খবরে আলোড়িত হয়েছিল যে আমেরিকা ভারতকে ১০০ টিরও বেশি বিরল এবং প্রাচীন নিদর্শন ফিরিয়ে দিয়েছে। এই প্রত্নবস্তুগুলি ২৫০ থেকে ২৫০০ বছরের মধ্যে পুরনো। এই দুর্লভ এবং মূল্যবান জিনিসগুলি দেশের বিভিন্ন অঞ্চলের অন্তর্গত।” 

মোদী বলেন, “আমি এই বিরল এবং পুরনো শিল্পকর্ম ফেরত দেওয়ার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানাতে চাই, যা আমাদের গর্বিত ঐতিহ্যের সাক্ষ্য দেয়৷ এর আগে ২০১৬ এবং ২০২১ সালে আমার মার্কিন সফরের সময়, অনেক প্রত্নবস্তু ভারতে ফেরত দিয়েছিল আমেরিকা।”

প্রধানমন্ত্রী মোদী টুইটে লিখেছেন, ‘ভারতের চুরি যাওয়া ১০৫টি সম্পদ ফেরত দেওয়া প্রত্যেক ভারতীয়কে খুশি করবে।’

মোদী বলেন, ‘এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। এই মূল্যবান প্রত্নবস্তুগুলি অপরিসীম সাংস্কৃতিক এবং ধর্মীয় তাৎপর্য ধারণ করে। তাদের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের ঐতিহ্য এবং সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণে আমাদের অঙ্গীকারের প্রমাণ।’

এর আগে, নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা ১০৫টি পাচারকৃত প্রত্নবস্তুর জন্য একটি প্রত্যাবাসন অনুষ্ঠানের আয়োজন করেছিল।

জুন মাসে প্রধানমন্ত্রী মোদীর প্রথম রাষ্ট্রীয় সফরের পর এই অনুষ্ঠানটি হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।