Wednesday, October 9, 2024
রাজ্য​

পশ্চিমবঙ্গে বিশাল বড় ইথানল কারখানা, ৩০০ কোটি টাকা বিনিয়োগ, উপকৃত হবে ১০ হাজার কৃষক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় সরকার ইথানলে (Ethanol) গাড়ি চালানোর উপর জোর দিচ্ছে। পেট্রোলের সঙ্গে ইথানল মেশানো হচ্ছে। ২০২৫ সালের মধ্যে গোটা ভারতেই ইথানলে গাড়ি চালানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মালদায় (Malda) তৈরি হচ্ছে বড় ইথানল কারখানা। এটি হতে চলেছে উত্তরবঙ্গের (North Bengal) সবথেকে বড় ইথানল কারখানা।

ইথানল কারখানাটি ৫২ একর জমির ওপর গড়ে উঠতে চলেছে। ‘জেএসআর গ্রেন এনার্জি’ এই কারখানা গড়ে তুলছে। সরাসরি চাকরি পাবেন ৫০০ জন। এছাড়া রাজ্যের প্রায় ১০ হাজার কৃষক লাভবান হবেন। কারখানার ৫২ একর জমির মধ্যে ২৮.১৫ একর জমি রাজ্য সরকার লিজে দিয়েছে। আগামী ৮ মাসের মধ্যেই কারখানায় ইথানল উৎপাদনের কাজ শুরু করা হচ্ছে।

‘জেএসআর গ্রেন এনার্জি’ দিনে ২ লাখ লিটার ইথানল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে। জ্বালানি সংস্থাগুলি কারখানা থেকে সরাসরি ইথানল কিনতে পারবে। কাজের জন্য ৩০০ জন দক্ষ কারিগর এবং ২০০ জন অদক্ষ কারিগরকে এই কারখানায় নিয়োগ করা হবে।