Tuesday, May 21, 2024
দেশ

ইসরায়েলের সবথেকে জনপ্রিয় ব্যক্তি মোদী, আমার দলে যোগ দিন: ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে (PM Modi) প্রশংসা বন্যায় ভাসিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (Naftali Bennett)। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি।’ মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি।

গ্লাসগোতে কপ ২৬ শীর্ষক জলবায়ু সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ওই আলোচনায় বেনেট মোদীকে বলেন, “আপনি কি জানেন, ইসরায়েলে সবথেকে জনপ্রিয় ব্যক্তি আপনিই। আপনি আমার দলে যোগ দিন।” ইসরাইলের প্রধানমন্ত্রীর মুখে এহেন মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী।


বেনেট বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, আপনি আমার পূর্বসূরীর সঙ্গে যে সুন্দর সম্পর্ক বজায় রেখেছিলেন তা চালিয়ে নিয়ে যাওয়া এবং এটিকে সম্পূর্ণ নতুন পর্যায়ে নিয়ে যাওয়া। যাতে আমরা উদ্ভাবন, প্রযুক্তি, মহাকাশ, নিরাপত্তা, কৃষি, খাদ্য প্রযুক্তি এবং অন্যান্য বিষয়ে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি। একইসঙ্গে জলবায়ু-সম্পর্কিত ক্ষেত্রেও যৌথভাবে কাজ করবে ভারত-ইসরায়েল।’

দ্বিপাক্ষিক আলোচনায় তাঁরা উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণে একমত হন। এর আগে সোমবার জলবায়ু সম্মেলনে অনানুষ্ঠানিকভাবে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন এই দুই রাষ্ট্রনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসের তরফে টুইটে বলা হয়েছে, ‘ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব আরও নতুন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গ্লাসগোয় সফল বৈঠক করেছেন। উভয়ই একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।’