Saturday, July 27, 2024
খেলা

পাক শ্যুটারদের ভিসা বাতিল, কড়া শাস্তি ভারতকে

নয়াদিল্লি: ভারতে আর কোনও আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন নয়। পাক শ্যুটারদের ভিসা না-দেওয়ায় এমনই কঠোর সিদ্ধান্ত নিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। শুটিং বিশ্বকাপে অংশ নিতে দুই পাকিস্তানি শুটারের ভিসা বাতিল করে ভারত। তারপরই এই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি।

আইওসি’র সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত আর অলিম্পিক্সের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতার আয়োজন করতে পারবে না ভারত। আইওসি’র তরফে জানানো হয়েছে, বারবার ভারতের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা সত্ত্বেও এই বিষয়ে কোনও সমাধান পাওয়া যায়নি। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।

রাজধানী দিল্লিতে আয়োজিত আন্তজার্তিক শ্যুটিং বিশ্বকাপে পাকিস্তানের ক্রীড়াবিদ জিএম বসির ও খালিল আহমেদকে ভিসা দেয়নি ভারত। এর বিরুদ্ধে সরব হয় পাকিস্তান শ্যুটিং সংস্থা। আইওসি’র কাছে আবেদন জানায় তারা।

তার পরেই ভারতের উপর এই সিদ্ধান্ত নেয় আইওসি। জানিয়ে দেয়, ভারত এখন থেকে অলিম্পিক্সের সঙ্গে যুক্ত কোনও খেলাই আয়োজন করতে পারবে না। উল্লেখ্য, ২০২৬ সালের যুব অলিম্পিকস, ২০৩০ সালের এশিয়ান গেমস ও ২০৩২ সালের সামার অলিম্পিকস ভারতে হওয়ার কথা ছিল।