Monday, May 27, 2024
দেশ

উত্তরপ্রদেশে পাকড়াও দুই জইশ জঙ্গি

লখনউ: উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে ২ সন্দেহভাজন জইশ-ই- মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করল জঙ্গি দমন শাখা বা অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের অফিসাররা। ধৃতদের একজনের নাম শাহনওয়াজ আহমেদ ও অন্যজন আকিব আহমেদ মালিক। শাহনওয়াজ দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা আর আকিব পুলওয়ামার।

উত্তরপ্রদেশ পুলিশ প্রধান ওপি সিং জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে কাশ্মীরে জইশ-ই-মহম্মদের হয়ে লোক জোগাড় করার পাশাপাশি সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য অর্থ জোগাড়েরও অভিযোগ রয়েছে। অভিযোগ, পড়ুয়ার বেশে গা ঢাকা দিয়েছিল ধৃত দুই জঙ্গি। ধৃতদের কাছে পাওয়া গেছে বেশ কিছু নথি ও .৩২ বোর পিস্তল ও কার্তুজ।

পুলিশ প্রধান জানান, ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মোবাইলে জইশ-ই-মহম্মদ-সহ সমস্ত জঙ্গি গোষ্ঠীর ভিডিও পাওয়া গিয়েছে। ধৃতদের কাছ থেকে উস্কানিমূলক প্রচারপত্র, ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। এইমুহূর্তে দু’জনকেই জেরা করছে উত্তরপ্রদেশ পুলিশ।