উত্তরপ্রদেশে পাকড়াও দুই জইশ জঙ্গি
লখনউ: উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে ২ সন্দেহভাজন জইশ-ই- মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করল জঙ্গি দমন শাখা বা অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের অফিসাররা। ধৃতদের একজনের নাম শাহনওয়াজ আহমেদ ও অন্যজন আকিব আহমেদ মালিক। শাহনওয়াজ দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা আর আকিব পুলওয়ামার।
উত্তরপ্রদেশ পুলিশ প্রধান ওপি সিং জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে কাশ্মীরে জইশ-ই-মহম্মদের হয়ে লোক জোগাড় করার পাশাপাশি সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য অর্থ জোগাড়েরও অভিযোগ রয়েছে। অভিযোগ, পড়ুয়ার বেশে গা ঢাকা দিয়েছিল ধৃত দুই জঙ্গি। ধৃতদের কাছে পাওয়া গেছে বেশ কিছু নথি ও .৩২ বোর পিস্তল ও কার্তুজ।
UP DGP OP Singh: Yesterday after inputs two suspected terrorists were caught from Saharanpur by our ATS wing. They are linked to JeM and both are from Kashmir. Shahnawaz is from Kulgam and Aqib is from Pulwama pic.twitter.com/ENRuf34bgz
— ANI UP (@ANINewsUP) 22 February 2019
পুলিশ প্রধান জানান, ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মোবাইলে জইশ-ই-মহম্মদ-সহ সমস্ত জঙ্গি গোষ্ঠীর ভিডিও পাওয়া গিয়েছে। ধৃতদের কাছ থেকে উস্কানিমূলক প্রচারপত্র, ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। এইমুহূর্তে দু’জনকেই জেরা করছে উত্তরপ্রদেশ পুলিশ।