Tuesday, December 10, 2024
দেশ

সিওল শান্তি পুরস্কারের দেড় কোটি টাকা ‘নমামী গঙ্গে’ প্রকল্পে দান করছেন মোদী

সিওল: আন্তর্জাতিক সহযোগিতা, বিশ্বব্যাপী বৃদ্ধি ও মানব উন্নয়নের ক্ষেত্রে অবদানের জন্য সিওল শান্তি পুরস্কারে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ কোরিয়ার সরকার মোদীকে এই সম্মান জানাল।

পুরস্কার নেওয়ার পর মোদী বলেন, আমি বিশ্বাস করি যে এই পুরস্কার আমার ব্যক্তিগত নয়, বরং এটি ভারতের মানুষের। সিওলে এদিন নরেন্দ্র মোদীর জীবন ও সাফল্যের উপর তৈরি একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। পুরস্কার প্রদানের সময় ‘মোদীনমিকসে’র প্রশংসা করে পুরস্কার কমিটি বলে, ধনী ও গরিবের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়েছেন নরেন্দ্র মোদী।

এই পুরস্কারের অর্থমূল্য প্রায় দেড় কোটি টাকা। গঙ্গা দূষণ রোধ করার উদ্দেশ্যে ‘নমামী গঙ্গে’ প্রকল্পে তা দান করছেন প্রধানমন্ত্রী।

মোদী ১৪তম ব্যক্তি যিনি এই পুরস্কার পেলেন। তাঁর আগে সিওল শান্তি পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব কফি আনান, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। ভারতীয় হিসেবে এই প্রথম কেউ এই সম্মান পেলেন।