কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে খতম ১
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা। সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত এক অনুপ্রবেশকারী।
সোমবার বিএসএফ কর্মকর্তারা বলেছেন, সোমবার রাত ১টা ৫০ মিনিট নাগাদ আরএস পুরের আর্নিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে এক অনুপ্রবেশকারীকে গুলি করে খতম করা হয়েছে। ওই এলাকায় তল্লাশি চলছে।
এর আগে ২৪ জুলাই, বিএসএফ সদস্যরা জম্মুর সাম্বা সেক্টরের রামগড় এলাকায় মাদক চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ করে।