ইরানে নয়া হিজাব বিল, অমান্য করলেই চাকরি বাতিল, ২ বছর ইন্টারনেটে নিষেধাজ্ঞা; প্রস্তর যুগে ফিরছে ইরান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইরানে নারীদের বিরুদ্ধে নয়া পদক্ষেপ। এবার ইরানের সরকার সংসদে হিজাব নিয়ে আইন প্রবর্তন করতে চলেছে। হিজাব আইন লঙ্ঘন করলে চাকরি বাতিল করা হবে এবং ২ বছর ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে।
জানা গেছে, গত কয়েক সপ্তাহে হিজাববিহীন মহিলাদের উপর চরম নিপীড়ন শুরু করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসন। হিজাব না পরলে চাকরি হারাচ্ছেন ইরানের মহিলারা। কেড়ে নেওয়া হচ্ছে গাড়ি। ইন্টারনেট সংযোগ ২ বছর পর্যন্ত বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে।
হিজাব না পরায় এখনও পর্যন্ত অন্তত ২ হাজার গাড়ি বাজেয়াপ্ত করেছে ইরানের পুলিশ। হিজাব না পরলে গণপরিবহণ ব্যবহার করতে পারবেন না। মিলবে না ব্যাঙ্ককিং পরিষেবা। মিলবে না বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি।
ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর হিজাব আইন চালু করা হয়েছিল। যেখানে উদারপন্থী, পশ্চিমপন্থী রাজতন্ত্রকে উৎখাত করার পর রক্ষণশীল ইসলামিক মৌলবাদীরা দেশটি দখল করে নেয়। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইরান হিজাব ইস্যুতে উত্তাল হয়ে ওঠে। হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে ২২ বছর বয়সী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যু হয়। এরপর থেকে ইরান জুড়ে হিজাব বিরোধী আন্দোলন চলছে। Outlook India