Saturday, July 27, 2024
দেশ

UPI ATM লঞ্চ করা হলো মুম্বাইয়ে, ডেবিট অথবা ক্রেডিট কার্ড ছাড়াই করতে পারবেন লেনদেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশজুড়ে ব্যাপক জনপ্রিয় হয়েছে UPI লেনদেন। চলতি বছরের আগস্টে এক মাসে সর্বোচ্চ পরিমাণ ইউপিআই (Unified Payments Interface) লেনদেন হয়েছে। রীতিমতো এক মাসেই ১০ বিলিয়ন লেনদেন হয়েছে। এর মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই লেনদেন করা যায়।  

৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2023-এ হিটাচি মানি স্পট ইউপিআই এটিএম লঞ্চ করা হয়েছে। গ্রাহককে ডেবিট অথবা ক্রেডিট কার্ড নিয়েও এটিএমে আর যেতে হবে না। ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি UPI ATM থেকে সহজেই নগদ তুলতে পারবেন।

কিভাবে UPI ATM থেকে টাকা তোলা যায়?

১. যে পরিমাণ টাকা এটিএম থেকে তুলতে চান প্রথমে তা নির্বাচন করতে হবে।

২. তারপর নির্বাচিত অর্থের অঙ্কের জন্য স্ক্রিনে একটি QR Code দেখা যাবে।

৩. আপনাকে নিজের মোবাইলে থাকা যে কোনও UPI অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করতে হবে।

৪. এরপর লেনদেনের অনুমোদনের জন্য আপনাকে ইউপিআই পিন দিতে হবে।

৫. একবার এটি অনুমোদনের পর এটিএম থেকে নগদ পেয়ে যাবেন।

UPI-ATM ব্যবহারের জন্য ইউপিআই অ্যাপ্লিকেশনে রেজিস্টার করতে হবে। এর জন্য অ্যান্ড্রয়েড অথবা iOS ফোনে ইউপিআই অ্যাপ থাকা প্রয়োজন।