এবার কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করলো ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: খালিস্তানি জঙ্গি খুনের ঘটনায় যখন ভারত এবং কানাডার মধ্যে চাপানউতোর অব্যাহত। এবার কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করলো ভারত।
এর আগে মঙ্গলবার কানাডা তাদের দেশের নাগরিকদের ভারতে না আসার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। বুধবার ভারতও একই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেবেনেক অটোয়ায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কানাডা দেশ সম্পূর্ণ নিরাপদ।
বিদেশ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কানাডায় বসবাসকারী ভারতীয়রা সতর্ক থাকুন। খুব বেশি প্রয়োজন না হলে, এই মুহূর্তে কোনও ভারতীয় নাগরিক যেন কানাডা না যান।