Friday, October 11, 2024
দেশ

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলো মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আমন্ত্রণ জানিয়েছেন বাইডেনকে। 

২০২৪ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে বাইডেন ভারতে এলে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন কুটনৈতিক বিশেষজ্ঞরা।

মার্কিন প্রতিনিধি গারসেটি জানান, ২০২৪ সালের ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন।