কানাডায় খালিস্তানি জঙ্গি সুখদুল সিংয়ের খুনের দায় নিলো লরেন্স বিষ্ণোই গ্যাং
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে খালিস্তানি ইস্যুতে তোলপাড় বিশ্ব রাজনীতি। এর মধ্যেই কানাডায় থাকা গ্যাংস্টার সুখদুল সিং খুন হয়েছেন। খালিস্তানি জঙ্গি সুখদুলকে খুনের দায় নিলো লরেন্স বিষ্ণোই গ্যাং। লরেন্স বিষ্ণোই গ্যাং দাবি করেছে, তারা সুখদুল সিংকে খুন করেছে।
জানা গেছে, কানাডার উইনিপেগ শহরে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন সুখদুল সিং। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। লরেন্স বিষ্ণোই গ্যাং এই খুনের দায়ভার নিলো।
বলে রাখি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে বলিউড অভিনেতা সলমন খানকেও একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়। এমনকি কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমন খান ক্ষমা না চাইলে, তাকে ছাড় দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৯ জুন কানাডার সুরেতে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং সুরেকেও এভাবেই খুন করা হয়।
