Friday, March 29, 2024
দেশ

‘রোহিঙ্গারা ভারতের নিরাপত্তার জন্য বিরাট হুমকি’ জানাল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে আজ একটি হলফনামায় জানিয়েছে, ভারতে বসবাসরত চল্লিশ হাজারের মতো মুসলিম রোহিঙ্গা শরণার্থী দেশের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকিস্বরূপ।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কিংবা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গেও এই রোহিঙ্গাদের অনেকের যোগসাজশ গড়ে উঠেছে বলে হলফনামায় দাবি করা হয়েছে।
এই রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আদালতই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সরকার জানিয়েছে।
কিন্তু রোহিঙ্গাদের হয়ে যারা সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন, সেই অ্যাক্টিভিস্টরা বলছেন ভারতে আসা শরণার্থীদের সরকার আসলে ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চাইছে – আর সে কারণেই রোহিঙ্গাদের সন্দেহভাজন জঙ্গি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
সুপ্রিম কোর্টে এদিন দাখিল করা ষোলো পাতার হলফনামায় ভারতের কেন্দ্রীয় সরকার রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে, তা রীতিমতো চাঞ্চল্যকর।
বলা হয়েছে জম্মু, দিল্লি, হায়দ্রাবাদ বা মেওয়াটের মতো এলাকায় বহু রোহিঙ্গা ভারত-বিরোধী জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে।

তা ছাড়াও, আইএসআই বা আইএসের মতো বিভিন্ন সংস্থা তাদের ভারতে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর কাজে লাগাতে চাইছে এবং রোহিঙ্গারা অনেকেই জাল ভারতীয় পাসপোর্ট ও পরিচয়পত্রও জোগাড় করে ফেলেছে।

এমনকি, র‍্যাডিকালাইজড রোহিঙ্গারা ভারতে বৌদ্ধদের ওপর হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই হলফনামায়।

সূত্র- বিবিসি