ইতিহাসের আয়নায় 18 সেপ্টেম্বর
ইতিহাসে 18 সেপ্টেম্বর
1180- ফ্রান্সের রাজা সপ্তম লুই মৃত্যুবরণ করেন।

1180- ফিলিপ অগাস্টাস ফ্রান্সের রাজা হন।

1437- ট্রানসালভানিয়োতে কৃষক বিদ্রোহ হয়।
1502- ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।

1635- সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

1730- ফ্রান্স ও স্পেন শান্তিচুক্তি করে।
1783- গণিতজ্ঞ লিওনার্ট অয়লার মৃত্যুবরণ করেন।

1818- চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
1851- ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
1869- বিজ্ঞান লেখক জগদানন্দ রায় জন্মগ্রহন করেন।

1899- ভারতীয় বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু মৃত্যুবরণ করেন।

1905- অভিনেত্রী গ্রেটা গার্বো জন্মগ্রহন করেন।

1906- টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
1919- নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয়।
1923- ভারতের জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়।
1934- বেনিতো আমিল্কারে আন্দ্রেয়া মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়।

1954- মার্কিন মনোবিজ্ঞানী স্টিভেন পিংকার জন্মগ্রহন করেন।

1961- সুইডিস রাজনীতিবিদ ও জাতিসঙ্ঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হেমার শোল্ড এক বিমান দূর্ঘটনায় নিহত হন।

1970- ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ জন্মগ্রহণ করেন।

1988- বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার।