Saturday, September 14, 2024
রাজ্য​

মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ২ জেএমবি জঙ্গি

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ থেকে দুই জামাত-উল-মুজাহিদিনের (জেএমবি) সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতরা হল ৩৫ বছরের মুশিবুর রহমান ও ২৬ বছরের রাহুল আমিন। ধৃত জেএমবি নেতা কওসরকে ছাড়াতে তারা অ্যাসিড বোমা তৈরির ছক কষেছিল বলে জানা গেছে।

মুর্শিদাবাদ পুলিশের সাহায্য নিয়ে মঙ্গলবার রাতে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করে এসটিএফ। ধৃত দুজনেই কওসর ও সাজ্জাদের সহযোগী বলে জানা গিয়েছে। ধৃত জঙ্গিদের কাছ থেকে অ্যালুমিনিয়াম গুঁড়ো ও সালফিউরিক অ্যাসিড-সহ বিস্ফোরক উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, বোমা নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে কওসরকে ছাড়ানোর ছক কষেছিল ধৃতরা। ধৃত জঙ্গিদের জেরায় মিলেছে তথ্য।