ICC চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬৬ রানে হারালো ভারত
মুম্বাই: শুক্রবার মুম্বাইয়ে মেয়েদের ICC চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬৬ রানে হারালো ভারত। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছিলেন মিতালিরা। সেই ধারাটা যে বজায় আছে তা ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠের পারফরম্যান্সেও বোঝা গেল।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ৷ ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করে ভারতীয় মহিলা দল। অধিনায়ক মিতালি রাজ করেন ৪৪ রান। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন ওপেনার জেমিমা রডরিগেজ। ৫৮ বলে ৪৮ রান করে জেমিমা। ঝুলন গোস্বামী ৩৭ বলে ৩০ রান করেন।
জবাবে ব্যাট করতে নামে ৪১ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে এদিন সর্বোচ্চ উইকেট পেয়েছেন একতা বিস্ত। ৮ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। দুটো করে উইকেট পেয়েছেন শিখা পাণ্ডে ও দীপ্তি শর্মা। একটি উইকেট পান ঝুলন গোস্বামী।