Saturday, July 27, 2024
খেলা

পাকিস্তানের জয়ে যারা বাজি ফাটিয়েছে তারা ভারতীয় হতে পারে না: গৌতম গম্ভীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে পাকিস্তান। ১০ ভারতের শোচনীয় পরাজয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এর মধ্যেই ভারতের বিভিন্ন স্থানে পাকিস্তানের জয়ে আতশবাজি পোড়ানো হয়। রীতিমত সেলিব্রেশনে মেতে ওঠেন কিছু মানুষ। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

টুইটারে প্রাক্তন এই ক্রিকেটার লিখেছেন, ‘যারা পাকিস্তানের জয়ে বাজি ফাটাচ্ছে তারা কেউ ভারতীয় নয়। ছেলেদের পাশে আছি আমরা! #লজ্জাজনক।’


বিষয়টি নিয়ে সবর হতে দেখা গিয়েছে আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকেও। বীরেন্দ্র সেহবাগ লিখেছেন, ‘পরিবেশের কথা ভেবে দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু পাকিস্তানের জয়ে ভারতের বিভিন্ন জায়গায় বাজি পোড়ানো হয়েছে। ওরা পাকিস্তানের জয় উদযাপন করছিল। তাহলে দীপাবলি আতশবাজি পোড়ানোয় কি ক্ষতি? দ্বিচারিতা কেন, সব জ্ঞান দীপাবলিতেই মনে পড়ে।’

উল্লেখ্য, রবিবার বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পেল পাকিস্তান। তাও আবার ১০ উইকেটে। এর ফলে বিশ্বকাপে ১৩ বারের প্রচেষ্টায় ভারতকে হারালো পাকিস্তান।

রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান করে কোহলিরা। ১৩ বল বাকি থাকতেই বিনা উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় নেয় পাকিস্তান।