Saturday, July 27, 2024
দেশ

মোদী-রাহুল নাকি মমতা কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মুসলিমরা? কি বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। কোন দল ক্ষমতায় ফিরবে তা নিয়ে একাধিক ওপিনিয়ন পোল হয়েছে। একটি সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, দেশের মুসলিমরা কাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। সমীক্ষায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

ইন্ডিয়া টিভি এবং CNX-এর সমীক্ষা বলছে, দেশের ৫২ শতাংশ মুসলিম কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। মাত্র ৩ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে ফের দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। ৮ শতাংশ মুসলিম মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। ৬ শতাংশ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। 

এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দেশের ১৪ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ ৮ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষের।

তাৎপর্যপূর্ণ বিষয় হলো আসাদুদ্দিন ওয়াইসিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন মাত্র ৫ শতাংশ মুসলিম। এদিকে, ৪ শতাংশ মুসলিম বিকল্প কোনো মুখের সন্ধান করছেন।