Saturday, October 12, 2024
দেশ

বিহারকে ‘হিন্দু রাজ্য’ ঘোষণার দাবি বিজেপি বিধায়কের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রের আপত্তি সত্ত্বেও বিহারে জাতিগত জনগণনা (Caste-based Survey) করেছে নীতীশ কুমারের সরকার। এবার সেই সমীক্ষার ভিত্তিতে বিহারকে হিন্দু রাজ্য (Hindu State) ঘোষণার দাবি জানালেন বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচোল (Haribhushan Thakur Bachaul)। 

বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুরের দাবি, ‘বিহারে করা জাতিগত জনগণনার ফলাফল অনুযায়ী, রাজ্যে ৮১ শতাংশ হিন্দু। মুসলিম রয়েছে ১৭ শতাংশ। অন্যান্য ধর্মের মানুষ রয়েছে ২ শতাংশ। তাই নীতীশ কুমারের সরকারের উচিত বিহারকে হিন্দু রাজ্য হিসেবে ঘোষণা করা।’

পাশাপাশি হরিভূষণ ঠাকুর আরও বলেন, ‘বিহারে যেভাবে মুসলিম জনসংখ্যা বেড়ে চলেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক। মুসলিমদের বৃদ্ধি একই হারে চলতে থাকে তবে বিহারে কোনও বর্ণ অবশিষ্ট থাকবে না। তাই হিন্দুদের সর্বত্র প্রাধান্য দিতে হবে।’