কুলগামে সেনার গুলিতে খতম ২ হিজবুল মুজাহিদিন জঙ্গি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উপত্যকায় জঙ্গি দমনে ফের সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। এবার জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হিজবুল মুজাহিদিন দুই জঙ্গি। ওই এলাকায় আর কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান জারি রয়েছে।
বুধবার কুলগামের কুজ্জর এলাকায় জঙ্গিরা আত্মগোপন করেছে বলে খবর পায় জওয়ানরা। এরপরেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় কাশ্মীর পুলিশ ও সেনা। সেনার উপস্থিতি টের পেয়ে গুলি চালায় জঙ্গিরা। যৌথ বাহিনীর পাল্টা জবাবে নিহত হয় দুই জঙ্গি। ঘটনাস্থল থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ওই দুই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। নিহতদের নাম আমিন ভাট এবং কুলগামের হাওরার সাকিব আহমেদ লোন। পুলিশের রেকর্ড অনুসারে, দুজনেই বেশ কয়েকটি সন্ত্রাসী অপরাধের মামলায় জড়িত ছিলেন। কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।