সার্জিক্যাল স্ট্রাইক ২, দেখুন হামলার সেই ভিডিও
নয়াদিল্লি: পুলওয়ালামায় জঙ্গি হামলার ১২ দিনের মাথায় কড়া প্রত্যাঘাত দিল ভারতীয় বায়ু সেনা। মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ু সেনা। মিরাজ ২০০০-এর সাহায্যে ভোর তিনটে ৩০ মিনিট নাগাদ ১ হাজার কিলোর বোমা বর্ষণ করা হয়েছে।
এই হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও। ভারতীয় বায়ুসেনা যে তাদের সীমান্ত পেরিয়ে ঢুকে হামলা চালিয়েছে নিশ্চিত করেছেন পাক সেনার মেজর জেনারেল আসিফ ঘাফুর।
ভারতীয় বায়ু সেনার পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলার একটি ভিডিও এখন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। একনজরে দেখে নেওয়া যাক ভারতের হামলার সেই ভিডিও।
#IndiaStrikesBack #Balakot#IndianAirForce way celebrates Diwali way before Holi near Line of Control at Balalot. 56″Rocks !
Jai Hind??@IAF_MCC @narendramodi #SurgicalStrike2 #AirStrike pic.twitter.com/Ux4JDnmpUX
— Geetika Swami (@SwamiGeetika) 26 February 2019