Thursday, September 19, 2024
দেশ

মিরাজ-২০০০-এর শক্তি দেখে ভয়ে লেজ গুটিয়ে পালায় পাকিস্থানি যুদ্ধবিমান F-16

নয়াদিল্লি: পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিবাদে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক। এবার হামলার নেতৃত্ব দিল ভারতীয় বায়ুসেনা। হামলায় গুঁড়িয়ে দেওয়া হল জইশ-ই-মহম্মদের কন্ট্রোল রুম। খতম প্রায় ৩৫০ জঙ্গি।

মঙ্গলবার ভোররাত ৩ টা ৩০ মিনিটে যখন ভারতীয় বায়ুসেনা হামলা চালাতে শুরু করে, তখন তা টের পায় পাকিস্তানি সেনাও। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, তখনই ভারতের হামলা রুখে দেওয়ার চেষ্টা করেছিল তারা।

তাদের তরফে পাঠানো হয় F-16 যুদ্ধবিমান। কিন্তু ভারতীয় এয়ারফোর্সের শক্তি দেখে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি সেনা। কোনওরকম প্রতিরোধের সাহসই তারা দেখাতে পারেনি বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পাল্টা হিসেবে মোদী জমানার প্রথম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। মঙ্গলবার ভোররাতে ফের ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ফের দ্বিতীয়বার সার্জিক্যাল স্ট্রাইক চালালো। মাত্র ২১ মিনিটে ধূলিসাৎ হয় একাধিক জঙ্গিঘাঁটি। কমপক্ষে ৩৫০ জঙ্গির মৃত্যু হয়েছে।