নিরাপদ হাতে রয়েছে দেশ: মোদী
চুরু: পুলওয়ামা হামলার দু’সপ্তাহের মধ্যে প্রতিশোধ নিল ভারত। সীমান্ত পেরিয়ে ১০০০ কিলো বোমা ফেলে একাধিক জঙ্গিঘাঁটি সহ কমপক্ষে ৩০০ জঙ্গি খতম করল ভারতীয় বায়ু সেনা। স্ট্রাইকের পর রাজস্থানের চুরু থেকে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজস্থানের চুরুতে জনসভা থেকে রীতিমতো হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, আজ দেশের ঐতিহাসিক দিন। দেশবাসীর উদ্দেশ্যে মোদীর বার্তা, দেশের মাথা নত হতে দেব না। এটাই দেশবাসীর কাছে আমার প্রতীজ্ঞা। শহিদদের বলিদান বৃথা যায়নি।
सौगंध मुझे इस मिट्टी की, मैं देश नहीं झुकने दूंगा… pic.twitter.com/XJkxa1HLQR
— Narendra Modi (@narendramodi) 26 February 2019
প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের আশ্বস্ত করে বলছি দেশ সুরক্ষিত হাতে আছে। আমি কথা দিচ্ছি দেশের গর্ব নষ্ট হতে দেব না।
বায়ুসেনার এই অভূতপূর্ণ সাফল্যের কথা স্মরণ করে মোদী বলেন, দেশকে থেমে থাকতে দেব না। দেশ যে আজ সুরক্ষিত রয়েছে তার বড় প্রমাণ এই প্রত্যাঘাত। প্রত্যেক ভারতবাসীর জয় হবেই।