Saturday, July 27, 2024
দেশ

মিনিটে ছুটবে ৬০০ গুলি, ভারতীয় সেনার হাতে আসছে ৭৫০,০০০ একে-২০৩ রাইফেল

নয়াদিল্লি: দেশের মাটিতেই ৭৫০,০০০ অত্যাধুনিক মডেলের কালাশনিকভ বা একে সিরিজ রাইফেল তৈরি করবে ভারত। রবিবার উত্তর প্রদেশের আমেঠির করওয়ারের অস্ত্র কারখানায় কালাশনিকভের ওই রাইফেল তৈরির প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

গত বছর এপ্রিলে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে রুশ অস্ত্র নির্মাতা সংস্থা কালাশনিকভের সঙ্গে একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর জন্য ৭৫০,০০০ একে-২০৩ রাইফেল তৈরি করা হবে।

একে-২০৩ সিরিজের অটোমেটিক অ্যাসল্ট রাইফেল পৃথিবীর সর্বাধুনিক অ্যাসল্ট রাইফেলের মধ্যে প্রথম সারির হিসাবে গণ্য করা হয়। রুশ স্পেশ্যাল ফোর্স এই রাইফেল ব্যবহার করে। প্রতি মিনিটে ওই রাইফেল থেকে ৬০০ রাউন্ড গুলি চালানো সম্ভব। ৭.৬২ বোরের ৩০ রাউন্ড গুলির ম্যাগাজিন। গুলি ছাড়া ওই রাইফেলের ওজন ৪১০০ গ্রাম। দৈর্ঘ্য ৯০০ মিলিমিটার।

একে-২০৩ রাইফেল সফল ভাবে উৎপাদনের পর দেশের তিন বাহিনীতে বর্তমানে ব্যবহৃত পুরনো মডেলের একে সিরিজের রাইফেল বাতিল করে নতুন রাইফেল তুলে দেওয়া যাবে। ফলে বাহিনীর ‘ফায়ার পাওয়ার’ অনেকটাই বেড়ে যাবে।