প্রস্তুত ভারত, জবাব দিতে জম্মু-কাশ্মীরে তৈরি হচ্ছে আরও ৪০০ বাংকার
শ্রীনগর: গত কয়েকদিন থেকে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে লাগাতার গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তানি সেনাবাহিনী। যার জেরে পুঞ্চ এবং রাজৌরি জেলায় অতিরিক্ত ৪০০ ব্যাংকার তৈরির সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।
জানা গেছে, কাশ্মীর সীমান্ত এলাকাগুলিকে টার্গেট করে হেভি শেলিং করে চলেছে পাক রেঞ্জার্স। যার প্রত্যুত্তরও দিচ্ছে ভারতীয় সেনা। ভারতের তিন বাহিনীর প্রধান আগেই স্পষ্ট জানিয়েছিলেন, যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য তাঁরা প্রস্তুত। সীমান্ত এলাকাগুলিতে সতর্কতা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর।
গতকাল শনিবার এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সরকারি মুখপাত্র বলেন, পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে লাগাতার প্রবল গুলি বর্ষণ করেই যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে সরকার পুঞ্চ এবং রাজৌরি জেলায় আরও ৪০০টি পৃথক বাংকার তৈরির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। প্রতিটি জেলায় ২০০টি করে ব্যাংকার তৈরি করা হবে।
অতি দ্রুত সম্ভব এই কাজ শেষ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রস্তুতি আরও জোরদার করছে নয়াদিল্লিও।