Sunday, September 15, 2024
দেশ

‘মোদীর নেতৃত্বে ভারত আবার সোনার পাখি হয়েছে’, ভূয়সী প্রশংসা বিদেশি এজেন্সির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ভূয়সী প্রশংসা করলো বিদেশি এজেন্সি‌। বিখ্যাত ব্রোকারেজ ফার্ম ব্রেনস্টেইনের ৩১ পাতার এক রিপোর্ট মোদী সরকারের বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেছে। 

ব্রেনস্টেইন তাদের রিপোর্টে বলেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আবার সোনার পাখি হয়েছে। কারও কাছে ভাগ্য রাতারাতি খোলে, কারও কাছে আবার ভাগ্য খোলে বহু বছরের প্রচেষ্টার পর। ভারতের কাহিনিটাও তেমন। মোদীর নেতৃত্বে ভারত বেশ কয়েকটি সেক্টরে চোখে পড়ার মত উন্নতি করেছে। এর মধ্যে ডিজিটাইজেশন, আর্থিক সংস্কার, কাজের পরিবেশ ফিরিয়ে এনে বিনিয়োগকারীদের চোখ টানা, পরিকাঠামো উন্নয়নকে জোর দেওয়া উল্লেখযোগ্য। 

রিপোর্টে আরও বলা হয়েছে, গত এক দশকে ভারতে আর্থিক বৃদ্ধি কিছুটা ঝিমিয়ে পড়েছিল। কিন্তু মোদী সরকারের নানা সংস্কারে আর্থিক বৃদ্ধির হার চাঙ্গা হয়েছে। ৯ বছর আগে দেশের সিংহাসনে বসে মোদী তার আচ্ছে দিনের প্রতিশ্রুতি রাখতে পেরেছেন।

রিপোর্টে বলা হয়েছে, মোদী সরকারের নেওয়া জিএসটি সহ বেশ কিছু আর্থিক সংস্কারের ফলেই ভারত দুনিয়ার পঞ্চম বৃহত্তম আর্থিক শক্তি হতে পেরেছে। বেশ কিছু বাধা থাকা সত্ত্বেও দুর্বল অর্থনীতি থেকে ভারতকে মজবুত অর্থনীতি করেছে মোদী সরকার। ভারত যেভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছে, অর্থনীতিতে ডিজিটাল ব্যবস্থায় জোর দিয়েছে, ঐতিহাসিক আর্থিক সংস্কার করেছে, নানা ধুঁকতে থাকা প্রতিষ্ঠানকে উজ্জীবিত করেছে।