Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

আইফোন সহ অ্যাপেলের সকল পণ্য নিষিদ্ধ করলো রাশিয়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও ছিন্ন করলো পুতিনের দেশ রাশিয়া। এবার আমেরিকার তৈরি আইফোন সহ অ্যাপেলের সমস্ত রকম পণ্যের ব্যবহার নিষিদ্ধ করলো রাশিয়া (Russia Banned iPhone)। 

রাশিয়ার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা আমেরিকায় তৈরি আইফোন সহ অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহার করতে পারবেন না। জানা গেছে, গুপ্তচরবৃত্তির সন্দেহে এমন সিধান্ত নিয়েছেন পুতিন। রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় তরফে ঘোষণায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

সোমবার ১৭ জুলাই থেকে ব্যবসায়িক কর্মকাণ্ডে যে কোনও ধরনের অ্যাপেলের পণ্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অ্যাপেলের ডিভাইসগুলোর মাধ্যমে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়ার তথ্য ভাণ্ডারে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা রাশিয়ার।

আমেরিকার তৈরি আইফোনগুলো রাশিয়ার জন্য নিরাপদ নয়। এখন এর বিকল্প খুঁজছে রাশিয়া। রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা পরিষেবা বিশেষজ্ঞ এ প্রসঙ্গে বলেন, ফেডারেল সিকিউরিটি সার্ভিস দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারের বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে আসছে। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা আইফোন কিংবা অ্যাপেলের অন্যান্য পণ্য পছন্দ করায় আগে নিষিদ্ধ করা সম্ভব হয়নি। এবার রাশিয়ার সরকারি কাজে অর্থাৎ অফিস আদালতে আইফোন সহ অ্যাপলের ডিভাইস নিষিদ্ধ করা হলো।