Wednesday, October 9, 2024
দেশ

টানা ২৫ বছর ৭.৬ শতাংশ হারে বৃদ্ধি হলে ২৫ বছরেই উন্নত দেশে পরিণত হবে ভারত: RBI

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্তমানে ভারত একটি উন্নয়নশীল দেশ। দেশের মানুষের মাথাপিছু আয় আনুমানিক ২,৫০০ ডলার। বিশ্ব ব্যাঙ্কের শ্রেণীবিভাগ অনুযায়ী, ২০২২-২৩ সালে মাথাপিছু ১৩,২০৫ মার্কিন ডলার বা তার বেশি আয়ের দেশগুলি উচ্চ আয়ের দেশ।

ভারতের উন্নত দেশ হতে এখনও কত বছর সময় লাগবে? এ প্রসঙ্গে সোমবার মাসিক বুলেটিনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, আগামী ২৫ বছর একটানা দেশের বার্ষিক ৭.৬ বৃদ্ধি শতাংশ হারে হলে ২০৪৭ সাল নাগাদ ভারত উন্নত দেশে পরিণত হবে।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আগামী ২৫ বছর দেশের প্রকৃত জিডিপি যাতে বার্ষিক ৭.৬ শতাংশ হারে বৃদ্ধি পায় সেদিকে নজর দিতে হবে। তবেই ভারত উন্নত দেশে পরিণত হবে‌। মাথা পিছু আয় ২১,৬৬৪ ডলারের বেশি হবে।

পাশাপাশি, ভারতের মাথাপিছু জিডিপি ১০.৬ (৯.১) শতাংশ হারে সিএজিআরের রেকর্ড করতে হবে। তবে এটা অসম্ভব নয়। অতীতে ১৯৯৩-৯৪ থেকে ২০১৭-১৮ পর্যন্ত টানা ২৫ বছর ভারতের মাথাপিছু জিডিপি ৮.১ শতাংশ ছিল।

অর্থনীতিবিদের মতে, দ্রুত দেশের উন্নতির জন্য শিল্পখাতকে শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক কাঠামোর ভারসাম্য বজায় এবং ব্যাপক হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বৃহত্তর শিল্পখাত তৈরি করতে হবে।

উল্লেখ্য, রফতানিতে ভারত ভালো জায়গায় রয়েছে। আগামী ২৫ বছর পণ্য ও পরিষেবা রফতানিতে ১৩.৩ শতাংশের বৃদ্ধি বজায় রাখতে পারলে জিডিপিতে তার অংশ ২২.৮ শতাংশ থেকে ২০৪৭-৪৮ সালের মধ্যে ৩০.৫ শতাংশ বৃদ্ধি পাবে।