আমেরিকা লাদেনকে মারতে পারলে, ভারতও ভিতরে ঢুকে মারতে পারে: জেটলি
নয়াদিল্লি: অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে মারতে যদি আমেরিকা পাকিস্তানে অপারেশন চালাতে পারে, তা হলে ভারতও পারে জঙ্গি দমনে অপারেশন চালাতে। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
অরুণ জেটলি বলেছেন, আমেরিকার সেনা ভিতরে ঢুকে মারতে পারলে আমরা কেন পারব না? অর্থাৎ একদিকে তিনি যেমন ভারতের করা সার্জিক্যাল স্ট্রাইকে যথার্থতা দাবি করেছেন, তেমনই ভবিষ্যতে জইশ জঙ্গি মৌলানা মাসুদ আজহার বা লস্কর জঙ্গি হাফিজ সঈদকেও যে ভারত পাকিস্তানের ভিতরে ঢুকে খুঁজে মারতে পারে সেটাও জানিয়ে দিলেন।
Finance Minister Arun Jaitley: This used to be just an imagination, a desire, a frustration, a disappointment. But today this is possible. https://t.co/apXQREMfIh
— ANI (@ANI) 27 February 2019
ইতিমধ্যেই জম্মু, শ্রীনগর, লেহ-সহ ৮টি বিমানবন্দরে অসামরিক বিমান পরিষেবা বন্ধ করল কেন্দ্রীয় সরকার। বিমানবন্দরের দখল নিয়েছে ভারতীয় বায়ুসেনা। ভারত-পাকিস্তান সীমানার কাছে অবস্থিত জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, পাঠানকোট, ধরমশালা, দেরাদুন, চণ্ডীগড় বিমানবন্দরের দিকে আসা বিমানগুলিকে ফেরত পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, এদিন সকালে পাকিস্তানের যুদ্ধবিমান F-16 গুলি করে নামায় ভারতীয় সেনা। ভারতের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়েছিল পাকিস্তানের ওই যুদ্ধবিমানটি।