‘ইন্ডিয়া জোট সনাতন ধর্মের পরম্পরাকে ধ্বংস করতে চায়’, মন্তব্য মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকি। তার আগে ডিএমকে নেতা উদয়নিধির সনাতন ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম জোটসঙ্গী ডিএমকে। এবার সনাতন ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্যে ইন্ডিয়া জোটকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ইন্ডিয়া জোট সনাতন পরম্পরাকে ধ্বংস করতে চায়। প্রতিটি সনাতনীকে এর বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।’
মোদী বলেন, ‘ইন্ডিয়া জোট তাদের কৌশল নির্ধারণের জন্য সম্প্রতি মুম্বাইতে একটি বৈঠক করেছে। তারা একটি লুকানো এজেন্ডা নিয়েও সিদ্ধান্ত নিয়েছে। কৌশলটি হলো ভারতের সংস্কৃতিকে আক্রমণ করা, ভারতের বিশ্বাসকে আক্রমণ করা এবং হাজার বছর ধরে দেশকে একত্রিত করা চিন্তা, মূল্যবোধ এবং ঐতিহ্যকে শেষ করা।’
মোদী বলেন, ‘বিরোধীরা মিলে মিশে সনাতন ধর্মকে খণ্ড করতে চান। দেশবাসীকে এর বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সংঘবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের লুকানো এজেন্ডার বিরুদ্ধে বিজেপিই দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের একমাত্র ত্রাণকর্তা হিসাবে চিত্রিত করে।’
মোদী বলেন, আগামী দিনগুলিতে, বিরোধীরা আমাদের উপর তাদের আক্রমণ বাড়াবে। প্রত্যেক সনাতনী, প্রত্যেক ব্যক্তি যারা এই দেশ এবং এর জনগণকে ভালোবাসে, তাদের সতর্ক থাকতে হবে।
মোদী বলেন, বিরোধীরা সনাতন ঐতিহ্য শেষ করে দেশকে হাজার বছরের দাসত্বের দিকে ঠেলে দিতে চায়। আমাদের একসঙ্গে এই ধরনের শক্তিকে রুখতে হবে। হাজার বছরের দাসত্ব হল হিন্দুরা ব্রিটিশ শাসনের মতো মুসলিম শাসনের অধীনেও দাস ছিল।