Monday, September 16, 2024
দেশ

এবার রামচরিতমানসকে পটাশিয়াম সায়ানাইডের সঙ্গে তুলনা করলেন বিহারের শিক্ষামন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটের আগে উদয়নিধির সনাতন ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্যে তোলপাড় গোটা দেশের রাজনীতি। এবার হিন্দু শাস্ত্র রামচরিতমানস নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখর (RJD’s Chandra Shekhar)। হিন্দু শাস্ত্র রামচরিত মানসকে পটাশিয়াম সায়ানাইডের সঙ্গে তুলনা করেছেন তিনি। এই ঘটনায় নীতিশ কুমারের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতারা।

বুধবার হিন্দি দিবসের এক অনুষ্ঠানে বিহারের শিক্ষামন্ত্রী বলেন, “যদি ৫৫ রকমের খাবারের ডিশ সাজিয়ে তার মধ্যে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে দেন, তাহলে কোনটা খাবেন? হিন্দু ধর্মেরও একই বক্তব্য। এই কারণে রামচরিত মানসের বিরোধিতা করি। এবং সারাজীবন করব। এমনকি, আরএসএস প্রধান মোহন ভাগবতও এ নিয়ে মুখ খুলেছেন।” 

চন্দ্রশেখর আরও বলেন, ‘বাবা নাগার্জুন, লোহিয়ারও রামচরিত মানসের সমালোচনা করেছেন। সমাজের জাতপাতের নোংরামি যতদিন না শেষ হবে, ততদিন ভারতে জাতি সংরক্ষণের প্রয়োজন হবে।’