Friday, December 13, 2024
দেশ

বারামুল্লায় এনকাউন্টারে খতম ২ জঙ্গি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এনকাউন্টারে খতম ২ জঙ্গি। পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী জঙ্গিদের খোঁজে কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তল্লাশি অভিযানেই মিললো সাফল্য।

কাশ্মীর জোন পুলিশ এক্সে জানিয়েছে, ‘বারামুল্লা জেলার উরির হাতলঙ্গার এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে এমন খবর পান তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীর তরফেও। দুই পক্ষের গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়।’

ওই এলাকায় আর কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এখনও তল্লাশি অভিযান চলছে।