INDIA জোট মোদীর বিরুদ্ধে নয়, সনাতন ধর্মের বিরুদ্ধে লড়ছে: হিন্দুমহাসভার প্রেসিডেন্ট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেছেন তামিলনাড়ুর ডিএমকে সরকারের মন্ত্রী তথা সেরাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিন। ডিএমকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য দল। উদয়নিধির মন্তব্যে তীব্র বিতর্ক ছড়িয়েছে। তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন মানুষ।
হিন্দুমহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপানি দাবি করলেন, ‘ইন্ডিয়া জোটের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে লড়ছে না, তারা সনাতন ধর্মের বিরুদ্ধে লড়ছে। তাদের উদ্দেশ্য হলো সনাতন ধর্মকে নির্মূল করা।’
স্বামী চক্রপানি বলেন, ‘আমরা কখনই স্ট্যালিনেরমতাদর্শকে টার্গেট করি না বা খ্রিস্টান বা ইসলাম সম্পর্কে মন্তব্য করি না, তাহলে তারা কেন ‘হিন্দু সনাতন ধর্মকে টার্গেট করছেন?’
উল্লেখ্য, ইতিমধ্যেই উদয়নিধির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল দিল্লি পুলিশের কাছে মামলা দায়ের করেছেন।
শনিবার উদয়নিধি বলেন, ‘কয়েকটি বিষয়ের বিরোধিতা করা যায় না। সেগুলিকে নির্মূল করতে হয়। আমরা ডেঙ্গি, মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। সেগুলিকে নির্মূল করতে হবে। ঠিক তেমনি আমাদের সনাতন ধর্মকে নির্মূল করতে হবে।’