যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় দায়ী মার্কসবাদীরা: মমতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় এবার মুখ মুখ্যমন্ত্রী খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যাদবপুর এখন আতঙ্কপুর। শুধু লেখাপড়ায় ভালো হলেই কখনও ভালো মানুষ হওয়া যায় না। ছাত্রমৃত্যুর ঘটনার দায়ী ‘মার্কসবাদী’রা।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যারা ছেলেটাকে খুন করেছে, তারা সব মার্কসবাদী। এরা কখনও বিজেপি, কখনও কংগ্রেস। ওখানে কিছু আগমার্কা সিপিএম আছে। তারা ছেলেটার জামাকাপড় পর্যন্ত খুলে নিয়েছিল। যাদবপুরের ওই ছেলেটির হাতে একটা মাদুলি ছিল। ওরা বলেছিল সেটা খুলতে হবে। যেন জমিজারি। ওটা যেন ওদের রেড ফোর্ট!’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যাদবপুর যেন আতঙ্কপুর। ওখানে পুলিশও ঢুকতে পারে না। সিসিটিভি লাগাতে দেয় না। র্যাগিং করে। অনেক জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না।’