Thursday, April 25, 2024
দেশ

নিখোঁজ ছেলের খোঁজে ১৫০০ মাইল পথ সাইকেলে অতিক্রম

লখনউ: ছয় মাস আগে নিখোঁজ হয়েছে ১১ বছরের প্রতিবন্ধী ছেলে। সাহায্যের জন্য বাবা ছুটে গিয়েছিলেন পুলিশের কাছে।কিন্তু পুলিশ এইআইআর নিতে অস্বীকার করে। বার বার অনুরোধ সত্ত্বেও কোনও কান দেয়নি পুলিশ। শূন্য হাতেই ফিরতে হয়  উত্তরপ্রদেশের হাতরসের ৪৮ বছর বয়সী কৃষক সতীশ চন্দকে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শেষ পর্যন্ত ছেলের খোঁজে নিজের সাইকেল নিয়ে পথে নামেন সতীশ। এভাবে চলতে চলতে নিজের রাজ্য পেরিয়ে চলে গিয়েছেন দিল্লি, হরিয়ানা। পাঁচ মাস ধরে ১ হাজার ৫০০ কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করে ফেলেছেন সতীশ। তবুও মেলেনে ছেলের খোঁজ।

সতীশ যেখানে গিয়েছেন সেখানেই পথে-ঘাটের মানুষকে ছেলের ছবি দেখিয়ে জানতে চেয়েছেন কেউ তাকে দেখেছে কি না।কিন্তু কেউই সন্ধান দিতে পারেনি। এরপরও দমে যাননি সতীশ। ছেলেকে খুঁজে পাওয়ার আশাতেই সাইকেলের প্যাডেলে পা চালিয়ে যাচ্ছেন তিনি।

সতীশ বেশ আক্ষেপের সঙ্গে বলেন, ‘লোকে আমাকে জিজ্ঞাসা করে কেন এমন পদক্ষেপ নিলাম। কিন্তু তারা বোঝে না, সন্তান হারানোর যন্ত্রণা কতটা তীব্র!’

সতীশ বলেন, ২০০৫ সালে মেয়ে সরিতা অসুখে ভুগে মারা যায়। ২০১১ সালে মারা যায় তার অন্য এক সন্তান। গত ২৪ জুন ছেলে গডনাও নিখোঁজ হয়। শেষ সম্বলকে খুঁজতে তাই আর পিছনের দিকে তাকাননি তিনি।

সতীশ জানান, ২৪ জুন বাড়ি থেকে স্কুলের যায় গডনা। বাড়ি থেকে স্কুল এক কিলোমিটারের মধ্যেই। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় স্কুলে খোঁজ নিতে যান তিনি। কিন্তু সেখানেও ছেলেকে না পেয়ে তার কয়েক জন বন্ধুর বাড়িতে যান। পথে যেতে যেতে কেউ একজন তাকে জানান, গডনাকে সাসনি রেলস্টেশনে দেখা গিয়েছে। সেখানেও ছুটে যান তিনি,কিন্তু হদিস পাননি তার।

চারদিন খোঁজার পর ২৮ জুন পুলিশের দ্বারস্থ হন সতীশ। তার অভিযোগ, পুলিশ এইআইআর নিতে অস্বীকার করে। বার বার অনুরোধ সত্ত্বেও কোনও কান দেয়নি পুলিশ। অগত্যা নিজেই ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়েন নিজের সাইকেল নিয়ে।