Saturday, July 27, 2024
দেশ

অসমে ফের সরকার গড়ছে বিজেপি

দিসপুর: অসমে ফের সরকার গঠন করছে বিজেপি। ফলে প্রথম অকংগ্রেসি সরকার হিসেবে পরপর দু’বার সরকার গঠনের পথে গেরুয়া শিবির। সর্বশেষ খবর অনুযায়ী, সেখানে ৫৭ টি আসনে এগিয়ে বিজেপি। ২৯টি আসন এগিয়ে রয়েছে কংগ্রেস।

অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল বলেন, ট্রেন্ড এখনও দেখাচ্ছে যে অসমের ভোটাররা আবারও বিজেপির উপর আস্থা রেখেছেন। আমরা অবশ্যই পরবর্তী সরকার গঠন করব।

২০১৬ সালে অসম থেকে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে মসনদে বসে বিজেপি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এককভাবে ৬০ টি আসন জিতেছিল বিজেপি। যা ১২৬ আসন-বিশিষ্ট বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতার থেকে চার কম। অসম গণ পরিষদ (১৪) এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের (১২) সঙ্গে হাত মিলিয়ে অনায়াসে ম্যাজিক ফিগার পার করেছিল বিজেপি জোট।

বোরোল্যান্ড পিপলস পার্টির সঙ্গে এবার কংগ্রেস হাত মিলিয়েছে। ১২৬ আসনে অসম বিধানসভায় ম্যাজিক ফিগার ৬৪টি আসন। এখনও অবধি বিজেপি একাই ৫৭ টি আসনে এগিয়ে থাকায় সরকার গঠনে কোনও বাধা নেই বিজেপির।