বাংলায় পরপর তৃতীয়বার সরকার গড়ার পথে তৃণমূল
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল টানা তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চলেছে। বেলা গড়াতেই আরও পরিষ্কার হয় বাংলায় মসনদে কে বসছে। ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই দেখা যায় তৃণমূল এগিয়ে যাচ্ছে।
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, পশ্চিমবঙ্গে তৃণমূল ২০৭টি কেন্দ্রে এগিয়ে, বিজেপি ৮৩টি কেন্দ্রে এবং বাম জোট মাত্র ১টি কেন্দ্রে এগিয়ে। এখনও কয়েকটি রাউন্ডের গণনা বাকি। তবে প্রায় অর্ধেকের বেশি রাউন্ডের গণনা হয়ে গেছে। নাটকীয় কোনও পরিবর্তন না হলে তৃণমূল টানা তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার গঠন করতে চলেছে।
বিজেপি পশ্চিমবঙ্গে একশো আসনও ছুঁতে পারলো না। ফলে প্রশান্ত কিশোরের দাবি মিলে যাচ্ছে। দক্ষিণবঙ্গে প্রায় একচেটিয়াভাবে জিতছে তৃণমূল। উত্তরবঙ্গেও আশানুরূপ ফল করতে পারেনি গেরুয়া শিবির।
তৃণমূলের ঝুলিতে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। বিজেপি পেয়েছে ৩৬ শতাংশ। কংগ্রেস আড়াই ও সিপিএম সাড়ে চার শতাংশ ভোট পেয়েছে। অন্যান্যরা পেয়েছে ৬.২১ শতাংশ ভোট। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হ্যাটট্রিক আর বিজেপির উত্থানের ফলে ধুয়েমুছে সাফ বাম-কংগ্রেস।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।