Thursday, December 5, 2024
আন্তর্জাতিক

সুর নরম, মোদীর সঙ্গে কথা বলতে চান ইমরান খান

ইসলামাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ কথা জানান। ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এই আগ্রহের কথা জানালেন ইমরান।

মেহমুদ কুরেশি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাক-ভারত যুদ্ধ নিয়ে ফোনে কথা বলতে প্রস্তুত রয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিফোনে তিনি দু’দেশের শান্তি নিয়ে আলোচনা করতে চান। কুরেশি প্রশ্ন ছুড়ে বলেন, মোদী এর জন্য তৈরি?

মেহমুদ কুরেশি বলেন, আমরা সব কিছুর পরিণামে জন্য তৈরি। যদি শান্তির জন্য ভারত অগ্রাধিকার দেয়, আমরা শান্তির জন্য প্রস্তুত। যদি ভারত অগ্রাধিকারভিত্তিক আলোচনা করে তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত।

মেহমুদ কুরেশি বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় ভারত যদি প্রমাণ দিতে পারে তাহলে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। তিনি বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত। সন্ত্রাস নিয়ে তারা আলোচনা করতে চাইলে আমরা প্রস্তুত। শান্তির জন্য আলোচনা করবে, আমি প্রস্তুত। আপনি এটি একটি সাধারণ চ্যালেঞ্জ করতে চান, আমি প্রস্তুত।

প্রসঙ্গত, এর আগে বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও ইমরান ভারতের প্রতি শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছিলেন।