সিধুকে সমর্থন করায় ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী শিল্পা সিন্দে
চণ্ডীগড়: পুলওয়ামায় সেনা কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর বিতর্কিত মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস নেতা ও পাঞ্জাবের মন্ত্রী নবজ্যোত সিং সিধু। সেই সময় তার পাশে থেকে তাকে সমর্থন জানিয়েছিলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া অভিনেত্রী শিল্পা সিন্দে। আর এর জেরেই ধর্ষণের হুমকি পেলেন শিল্পা সিন্দে।
কাশ্মীর ইস্যুতে শিল্পা সিন্দেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি তাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
পুলওয়ামা হামলার পর সিধু বলেছিলেন, কিছু সন্ত্রাসবাদীর জন্য একটা দেশকে আমি কখনও দায়ী করি না। এরপর থেকেই শুরু হয় সিধুর সমালোচনা। সিধুকে সমর্থন জানিয়ে শিল্পা বলেছিলেন ভুল কিছু বলেননি সিধু। শিল্পা সিধুকে সমর্থন করায় তাকে নানাভাবে হুমকির মুখে পড়তে হয়েছে।
অনেকেই সিধুকে কপিলের শো থেকে বয়কটের দাবি তোলেন। এবং শেষমেষ এই ঘটনার জেরে কপিল শর্মার শো থেকেও বাদ পড়েছেন সিধু।