Thursday, April 25, 2024
কলকাতাদেশ

‘বন্দে মাতরম’-গাইতে অস্বীকার করলে কেড়ে নেওয়া হোক ভোটাধিকার

মুম্বই: ‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকার করলে তাদের দেশবিরোধী হিসেবে চিহ্নিত করে কেড়ে নেওয়া হোক ভোটাধিকার। এমনই দাবি তুলল শিব সেনা।

শিবসেনা মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে বলা হয়েছে, শিব সেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরেকে উগ্র হিন্দুত্ব প্রচারের অভিযোগে ভোটদানের অধিকার থেকে বঞ্চিত করা হয়। শিবসেনার অভিযোগ, যারা বন্দে মাতরম-গাইতে অস্বীকার করে, তাদের অপরাধ আরও বেশি গুরুতর।

গত শনিবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ পুরসভায় বন্দে মাতরম গাওয়ার সময় আসাদুদ্দিন ওয়াইসির, শেখ জাফর, অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল মুসলিম দলের শেখ সামিনা, এবং সৈয়দ মতিন বসে ছিলেন নিজেদের আসনে। বন্দে মাতরম আবমাননার অভিযোগে ক্ষিপ্ত শিবসেনা দলের সদস্যরা। তাদের দাবি কেউ যদি ‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকার করে কিংবা অপমান করে তাহলে অভিযুক্ত ব্যক্তিদের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া হোক।

উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় সরকারের কাছে শিব সেনার দাবি ছিলো, বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করতে আইন প্রনয়ণ করার।

প্রসঙ্গত, কিছুদিন আগে মাদ্রাজ় হাইকোর্ট নির্দেশ দেয়, তামিলনাড়ুর সব স্কুলগুলিতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক।