Wednesday, October 9, 2024
দেশ

‘জ্ঞানবাপীকে মসজিদ বলা ভুল! মসজিদের ভেতরে ত্রিশূল কি করে থাকবে?’ মন্তব্য যোগী আদিত্যনাথের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার জ্ঞানবাপী কমপ্লেক্স নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এএনআই এডিটর স্মিতা প্রকাশকে দেওয়া সাক্ষাৎকারকে যোগী আদিত্যনাথ বলেন, ‘জ্ঞানবাপির দেওয়াল গুলো সব কাঁপছে। এটাকে মসজিদ বলা হলে বিতর্কের কারণ হয়ে উঠবে।’

আদিত্যনাথ বলেন, ‘যদি আমরা এটাকে মসজিদ বলি তবে একটা দ্বন্দ্ব তৈরি হবে। একটা মসজিদের ভেতরে ত্রিশূল কি করে থাকবে? আমরা ওটা ওখানে রাখিনি। ওখানে একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে দেবপ্রতিমা রয়েছে।’


যোগী আদিত্যনাথ বলেন, জ্ঞানবাপির দেওয়ালগুলো সব কাঁপছে কিছু যেন বলতে চাইছে। আমার মনে হচ্ছে মুসলিম সমাজের পক্ষ থেকে একটা প্রস্তাব আসা দরকার। একটা ঐতিহাসিক ভুল হয়ে গেছে। আমাদের সেটা সমাধান করা প্রয়োজন।’

আদিত্যনাথের মন্তব্যের প্রতিক্রিয়ায়, হায়দরাবাদের সাংসদ এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, “মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানেন মুসলিম পক্ষ এলাহাবাদ হাইকোর্টে এএসআই সমীক্ষার বিরোধিতা করেছে। ৩ আগস্ট রায় হবে। তারপরও তিনি বিতর্কিত বক্তব্য করেছেন, এটা বাড়াবাড়ি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার জ্ঞানবাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষা (Gyanvapi Mosque Survey) সংক্রান্ত মামলার শুনানি শেষ হলো। আগামী ৩ আগস্ট এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) এই মামলার রায় ঘোষণা করবে। 

অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটির তরফে বুধবার ইলাহাবাদ হাইকোর্টে বলা হয়েছে, ‘বারাণসীর জ্ঞানবাপী মসজিদে আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া সমীক্ষার কাজ চালালে প্রাচীন ওই সৌধ ভেঙে পড়তে পারে।’

যদিও এই আশঙ্কার প্রেক্ষিতে হাইকোর্ট সাফ বলেছে, ‘‘আপনারা যদি এএসআইয়ের বিশেষজ্ঞদের আশ্বাসেও আস্থা রাখতে না পারেন, তাহলে কিছুই বলার নেই।’’

সুপ্রিম কোর্টে এএসআই আগেই সাফ জানিয়েছে, ‘কোনও খনন না করা হবে না। গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের সাহায্যে তারা সমীক্ষা চালাতে সক্ষম। এতে মসজিদের বিন্দুমাত্র ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।’ এখন হাইকোর্ট ৩ আগস্ট কি রায় দেয় সেটাই দেখার।