‘শুধুমাত্র রাম মন্দির নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, সমস্যা সমাধান করতে হবে’, সাংসদের নির্দেশ মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। দেশের সবগুলোই রাজনৈতিক দলই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তারা জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে দলীয় সাংসদদের একগুচ্ছ নির্দেশিকা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মোদী বলেন, ‘শুধু রামমন্দির (Ram Temple) নিয়ে ব্যস্ত থাকলেই চলবে না। সাধারণ মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ বাড়াতে হবে, তাঁদের সমস্যার সমাধান করতে হবে। বিয়েবাড়ির মতো অনুষ্ঠানে গিয়েও মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।’
২০২৪ লোকসভা নির্বাচনের (2024 Loksabha Election) আগে এমনই এনডিএ সাংসদদের সঙ্গে সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মোদী। সোমবার উত্তরপ্রদেশের সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সাংসদদের নিজ নিজ নির্বাচনী এলাকার স্থানীয় সমস্যা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে নির্দেশ দিয়েছেন। এমনকি, বিয়ে বাড়িতেও জনসংযোগ করার কথা বলেছেন।
উত্তরপ্রদেশের পর বুধবার তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের ৯৬ জন সাংসদের সঙ্গে মোদী বৈঠকে বসবেন।
জানা গেছে, ওই বৈঠকে মোদী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ মতো বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত থাকতে পারেন।