প্রিয়াঙ্কা ‘ট্রাম্প কার্ড’ হলে এতদিন ‘জোকার’ নিয়ে খেলছিল কেন কংগ্রেস: পরেশ রাওয়ল
নয়াদিল্লি: সম্প্রতি সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন সোনিয়া কন্যা তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী।দলের সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন প্রিয়াঙ্কা। তাঁকে নিয়ে ইতিমধ্যে খুশির উৎসব শুরু হয়েছে কংগ্রেস সমর্থকদের মধ্যে।কংগ্রেস নেতা এবং সমর্থকদের একাংশের মতে ইন্দিরা গান্ধির ‘লুক অ্যালাইক’ প্রিয়াঙ্কা আসলে ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের ‘তুরুপের তাস’৷
প্রিয়াঙ্কার রাজনীতিতে আসার ব্যাপারটি নিয়ে অভিনেতা তথা বিজেপি সাংসদ পরেশ রাওয়াল কংগ্রেসকে উদ্দেশ্যে করে ব্যাঙ্গত্মক টুইট করলেন, ঘুরিয়ে তিনি রাহুলকে জোকার বলার পাশাপাশি তাঁর দাবি, ‘প্রিয়াঙ্কা যদি ট্রাম্পকার্ড হয়, তবে এতদিন জোকার নিয়ে খেলছিল কেন কংগ্রেস?’
वो कहते हैं कि अब हमने अपना ट्रम्प कार्ड उतारा है , तो हमें ये पूछना है कि अब तक क्यू जोकर से खेल रहे थे !?!?!?
— Paresh Rawal (@SirPareshRawal) 25 January 2019
পরেশ রাওয়াল টুইটে লিখেছেন, ‘‘ওঁরা বলছে আমরা এতদিনে ‘ট্রাম্প কার্ড’ খেললাম, তাই আমি ওদের জিজ্ঞেস করতে চাই এতদিন ‘জোকার’ নিয়ে খেলছিলেন কেন?’’
পাশাপাশি, লোকসভা ভোটের মুখে প্রিয়াঙ্কাকে সক্রিয় রাজনীতিতে নামানোর কংগ্রেসী সিদ্ধান্তকে ব্যাঙ্গ করে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘‘কংগ্রেস হচ্ছে পরিবার পার্টি৷ রাহুল গান্ধী আসলে যে ফেল এটা স্বীকার করে নেওয়ার জন্য কংগ্রেসকে অভিনন্দন।’’