Thursday, December 5, 2024
কলকাতা

‘আপনাদের উপর আঘাত আসলে আমরাই প্রথম প্রতিবাদ করি, বাংলায় NRC হতে দেয়নি, কখনও দেবও না’, ইমাম-মোয়াজ্জেমদের সভায় হুঙ্কার মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন, ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের ৫০০ টাকা ভাতা বাড়ানোর। এতদিন মাসে ২৫০০ টাকা করে ভাতা পেতেন ইমামরা। এবার থেকে মাসে ৩০০০ টাকা করে পাবেন ইমামরা। মোয়াজ্জেমরা পাবেন ২০০০ টাকা করে। ভাতা বৃদ্ধির পাশাপাশি ইমাম-মোয়াজ্জেমদের জন্য একাধিক প্রকল্পের কথাও বলেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, তাদের ছোটখাট ব্যবসার জন্য সাহায্য করবে রাজ্য সরকার। বিশেষ ঋণ দেওয়া হবে তাদের। তাদের ছেলে-মেয়েরা ৫ লাখ টাকা পর্যন্ত লোন নিলে তার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। 

মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম-মোয়াজ্জেমদের বিজেপির ফাঁদে পা দিতে বারণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ধর্ম আমাদের মাথার উপরে। আমি অন্য সময় কথা বলি না, কিন্তু আপনাদের উপর আঘাত আসলে আমরাই প্রথম প্রতিবাদ করি, এবং শেষপর্যন্ত লড়াই করি। NRC ইস্যুতে আপনারা দেখেছেন, বাংলায় আমি কিন্তু করতে দিইনি। কখনও করতেও দেব না। অনেক রাজ্যে হয়েছে। অসমে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছিল, কিছু নেপালি নামও বাদ পড়েছিল। আমাদের প্রতিনিধিদলকে অসমে ঢুকতে দেওয়া হয়নি।’

মমতা বলেন, ‘NRC এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম। অসম সরকার ওখানে এফআইআর করেছিল। আমি বলেছি, বেশ করেছি, দরকার হলে আবার করব। অন্যদের সঙ্গে আমাদের তফাৎ একটাই, আমরা যা বলি তাই করি। তাইবলে এজেন্সির কাছে মাথা নত করবো না।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কুর্সি থেকে বিজেপিকে হঠানোই আমাদের প্রাথমিক কাজ। তাহলেই মানুষজন শান্তিতে থাকতে পারবে।’