Sunday, September 15, 2024
দেশ

১৯৪৭ সালে ভারতে কত শতাংশ মুসলিম ছিলেন? এখন মুসলিম জনসংখ্যা কত?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান ভাগ হয়েছিল। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভেঙে হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান – গঠিত হয়। স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয় ১৯৫১ সালে। 

১৯৫১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল ৩৬ কোটি। যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিলো হিন্দুরা। মুসলিম জনসংখ্যা ছিল ৩.৫ কোটি।

আর ২০১১ সালেরর আদমশুমারি অনুযায়ী, ভারতের মুসলিম জনসংখ্যা ১৭.২ কোটি। অর্থাৎ, আদমশুমারি অনুযায়ী, গত ৬০ বছরে ভারতে হিন্দু জনসংখ্যা ৩০ কোটি ৪০ লাখ থেকে বেড়ে হয়েছে ৯৬ কোটি ৬০ লাখ। অন্যদিকে, মুসলিম জনসংখ্যা ৩ কোটি ৫০ লাখ থেকে বেড়ে হয়েছে ১৭ কোটি ২০ লাখ।

আর বর্তমানে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মুসলিম জনসংখ্যা ১৯.৭ কোটি।