পশ্চিমবঙ্গের জন্য আলাদা ‘রাজ্য সঙ্গীত’, বিধানসভায় বিল আনতে চলেছে তৃণমূল সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি। এটা নিয়ে বিধানসভায় বিল আনা হবে। এর মধ্যেই এবার পশ্চিমবঙ্গের জন্য আলাদা ‘রাজ্য সঙ্গীত’ তৈরির ভাবনা। এর জন্য বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার।
উল্লেখ্য, দেশের অনেক রাজ্যের ‘রাজ্য সঙ্গীত’ রয়েছে। সে রকমভাবে এবার পশ্চিমবঙ্গেও রাজ্য সঙ্গীত তৈরির ভাবনা। এর জন্য বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সঙ্গীতের জন্য কোনও প্রচলিত গান কিংবা নতুন করে কোনও গান তৈরি করা হতে পারে।
অসম, বিহার, ওড়িশা, ছত্তিশগঢ়, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু, পুদুচেরি, উত্তরাখণ্ডের নিজস্ব রাজ্য সঙ্গীত রয়েছে। ২০২০ সালে ওড়িশার রাজ্য সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে ‘বন্দে উৎকল জননী’। আবার ২০১২ সালে বিহারের রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘মেরে ভারত কে কণ্ঠহার’। অসমের রাজ্য সঙ্গীত ‘ও মুর আপুনার দেশ’।