Sunday, May 19, 2024
দেশ

২০১৯ লোকসভা নির্বাচনে লড়বেন না সুষমা স্বরাজ

নয়াদিল্লি: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার নিজেই ঘোষণা করলেন ৬৬ বছর বয়সী সুষমা। এদিন সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী। দলকেও তিনি তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সম্প্রতি সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন হয়েছে। ফলে শারীরিক ভাবেও অসুস্থ তিনি।

এদিন সুষমা স্বরাজ সাংবাদিকদের জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। ব্যক্তিগত স্বাস্থ্যজনিত সমস্যার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, যদিও এই বিষয়ে দলই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে, তবে আমি মনস্থির করেছি পরবর্তী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।

বিদিশা লোকসভা কেন্দ্র থেকে সাংসদ সুষমা স্বরাজ তাঁর লোকসভা ভোটে না-দাঁড়ানোর সিদ্ধান্ত দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। বর্তমানে বিধানসভা ভোটের প্রচারে মধ্যপ্রদেশে রয়েছেন সুষমা। বিজেপি সূত্রে খবর, নির্বাচনে না দাঁড়ালেও রাজ্যসভার সদস্য করে তাঁর মতো সুবক্তাকে সংসদে ফিরিয়ে আনা হতে পারে।