Friday, April 26, 2024
আন্তর্জাতিক

কোন দেশের কাছে কতগুলি পারমাণবিক বোমা রয়েছে?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। গোটা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ে কাঁপছে। চলুন জেনে নেওয়া যাক কোন দেশের কাছে কতগুলি পরমাণু বোমা রয়েছে। স্কটহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন দেশের কাছে থাকা পারমাণবিক বোমার সংখ্যা-

রাশিয়া: সবথেকে বেশি পরমাণু বোমা রয়েছে রাশিয়ার কাছে। ৬,৩৭৫টি। ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করে।

আমেরিকা: আমেরিকাই প্রথম পারমানবিক বোমা তৈরি করে এবং যুদ্ধে পারমানবিক বোমার ব্যবহার করে। আমেরিকার কাছে ৫,৮০০ পরমাণু বোমা রয়েছে।

চিন: চিনের কাছে ৩৫০টি পারমানবিক বোমা রয়েছে। ধীরে ধীরে তারা এই সংখ্যা বাড়িয়েই চলেছে।

ফ্রান্স: ফ্রান্সের কাছে ২৯০টি পারমাণবিক বোমা রয়েছে।

ব্রিটেন: ব্রিটেনের কাছে ২১৫টি পারমাণবিক বোমা রয়েছে। ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি।

ইসরাইল: ইসরাইলের কাছে ৯০টি পারমাণবিক বোমা রয়েছে।

পাকিস্তান: পাকিস্তানের কাছে ১৬০টি পারমাণবিক বোমা রয়েছে। সাম্প্রতিক সময়ে তারা এই সংখ্যা আরও বাড়িয়েছে।

ভারত: ভারতের কাছে ১৫০টি পারমাণবিক বোমা রয়েছে। ১৯৭৪ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ভারত। ভারত স্পষ্ট জানিয়েছে, আমরা আগে কোনও দেশের ওপর আক্রমণ করবো না, যেসব দেশের পারমাণবিক বোমা নেই, সেসব দেশের ওপর এই বোমা কোনওদিন ব্যবহার করবো না। কোন দেশ আমাদের উপর আঘাত করলে তবেই জবাব দেওয়া হবে।

উত্তর কোরিয়া: উত্তর কোরিয়ার কাছে আনুমানিক ৩০ থেকে ৪০টি পারমাণবিক বোমা রয়েছে।

উল্লেখ্য, ১৯৮০ দশকে গোটা বিশ্বে ৬৪ হাজারের বেশি পরমাণু বোমা ছিল। কিন্তু আন্তর্জাতিক চুক্তির কারণে বর্তমানে সেই সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে। তবে বর্তমানে অনেক দেশের কাছেই পরমাণু বোমা রয়েছে, যা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে সবকিছু।